নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব এর উদ্যোগে সাংবাদিক মেহেদী হাসান নয়নের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বাদ এশা মরহুমার ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে চাষাঢ়াস্থ সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন করা হয়। এছাড়াও মসজিদে বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে নিহত নাদিম আহম্মেদ, সন্ত্রাসীদের হাতে নিহত ইলিয়াস সহ সকল নিহত সাংবাদিকদের জন্য দোয়া করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সহ সভাপতি- দৈনিক আমার সময় এর নারায়ণগঞ্জ প্রতিনিধি মো. শফিকুল ইসলাম আরজু, সাধারণ সম্পাদক- আনন্দ টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ও নারায়ণগঞ্জ বার্তা ২৪ ডটকম এর সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকন, সহ-সাধারণ সম্পাদক- দৈনিক রুদ্রবার্তা পত্রিকার সম্পাদক মো. শাহ আলম তালুকদার, সাংগঠনিক সম্পাদক- জাতীয় দৈনিক আমার বার্তা পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি নুরুজ্জামান কাউসার, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক- দৈনিক দেশ পত্রিকার ফতুল্লা প্রতিনিধি মো. রবিউল ইসলাম, কার্যকরি সদস্য- দৈনিক রুদ্রবার্তার স্টাফ রিপোর্টার মো. আক্তার হোসেন, আমাদের পথের সময় পত্রিকার সম্পাদক তৌকির আহম্মেদ রাসেল, জাতীয় দৈনিক ঢাকা প্রতিদিনের নারায়ণগঞ্জ প্রতিনিধি আসলাম হোসেন।