শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

মুক্তিযুদ্ধ ও আওয়ামী লীগের ইতিহাসের সাথে নারায়ণগঞ্জের নাম জড়িত : ড. জেবউননেছা

শনিবার, ০৭ নভেম্বর ২০২০ | ৪:৫৫ অপরাহ্ণ

মুক্তিযুদ্ধ ও আওয়ামী লীগের ইতিহাসের সাথে নারায়ণগঞ্জের নাম জড়িত : ড. জেবউননেছা

বিশেষ প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. জেবউননেছা বলেছেন, মুক্তিযুদ্ধ ও আওয়ামী লীগের ইতিহাসের সাথে নারায়ণগঞ্জের নাম জড়িত। নারায়ণগঞ্জ একসময় শিল্প-সংস্কৃতিতে দেশকে পথ দেখিয়েছে। আমাদের সে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। এ জেলার সামাজিক সংগঠনগুলোর সে বিষয়ে মনোযোগী হতে হবে।

শনিবার (৭ নভেম্বর) বিকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আলোকিত সমাজ গঠনের প্রচেষ্টায় সংগঠন সমাবেশ-শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. জেবউননেছা আরও বলেন, করোনাকালে অনেক নেতা ও সংগঠন কিন্তু পিছিয়ে গেছে। এরমধ্যেও কিছু প্রকৃত মানবসেবক এগিয়ে এসে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাদের এ অবদান জাতি ভুলবে না। আসলে প্রত্যেকটি সামাজিক সংগঠনগুলোর মধ্যে একটি পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলা প্রয়োজন। আজকে আয়োজকরা একটি দৃষ্টান্ত উপস্থাপন করলেন।

অনুষ্ঠানের প্রধান আলোচক তোলারাম কলেজ ছাত্র-ছাত্রী সংসদের সাবেক জিএস ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল বলেন, আমরা যখন ছাত্র সংসদের রাজনীতি করতাম তখন কোন ছাত্রের দলীয় পরিচয় ছিলো না। কে হিন্দু কে মুসলমান, কে বিএনপি কে আওয়ামী লীগ। সবাইকে সমান অধিকার দেয়া হতো। কালক্রমে সে রাজনীতি এখন অনেকটা নেই। কিন্তু আমাদের সেই জায়গায় ফিরে আসতে হবে। আমাদের মানবিক রাজনীতি করতে হবে। করোনা মহামারির সময়ও আমরা যেমন কোন ব্যক্তির নাম-পরিচয় দেখেনি ঠিক তেমন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন