ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের উদ্যোগে চট্রগ্রামের সাংবাদিক গোলাম সরোয়ারসহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধনসহ র্যালী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে কসবা উপজেলা সদর মুক্ত মঞ্চ চত্বরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কসবা উপজেলা শাখার সভাপতি মোবারক হোসেন চৌধুরী নাছিরের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন-কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী। বক্তব্য রাখেন; সাংবাদিক মোহাম্মদ রাসেল,আবু মুসা,মাহবুব সরকার প্রমুখ। প্রধান অতিথিসহ বক্তারা বলেন, সারা দেশে সাংবাদিক নির্যাতন ও হয়রানি বন্ধের দাবী জানান। পরিশেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যেমে স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে সাংবাদিক নির্যাতন বন্ধর দাবীতে এক স্বাস্মর লিপি প্রদান করেন।