সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজ সোমবার | ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

 র‌্যাব-১১ এর অভিযানে গুলশান হতে সংঘবদ্ধ প্রতারক চক্রের ২ সক্রিয় সদস্য

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২০ | ৫:৪১ অপরাহ্ণ

 র‌্যাব-১১ এর অভিযানে গুলশান হতে সংঘবদ্ধ প্রতারক চক্রের ২ সক্রিয় সদস্য

প্রেসবিজ্ঞপ্তি:  গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি’র এর একটি আভিযানিক দল গত ০৫ নভেম্বর ২০২০ তারিখ বিকালে ডিএমপি ঢাকার গুলশান থানাধীন শাহাজাদপুর এলাকায় সূর্যবিডি সিকিউরিটি সার্ভিস লিঃ এর অফিস কক্ষে অভিযান চালিয়ে অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে চাকুরী প্রদানের নামে প্রতারণার অভিযোগে প্রতারক চক্রের ০২ সক্রিয় সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীরা হলোঃ ১। নিরঞ্জন সরকার (৪৮), ও ২। বিকাশ বড়–য়া (৪৪)। এ সময় গ্রেফতারকৃত আসামীদের নিকট হতে প্রতারণার কাজে ব্যবহৃত ৭০টি ভিজিটিং কার্ড, ১১টি ভর্তি ফরমের প্যাড, চাকুরী প্রত্যাশীদের স্ব-হস্তে পূরণকৃত ৪০টি ভর্তি ফরম ও ০১টি আয়-ব্যায়ের রেজিষ্টার জব্দ করা হয় এবং চাকুরী প্রত্যাশী ০৯ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, এই সংঘবদ্ধ প্রতারক চক্র দীর্ঘদিন ধরে পত্রিকা, লিফলেট ও অনলাইনে লোভনীয় বেতনে চাকুরীর বিজ্ঞাপন দিয়ে চাকুরী প্রত্যাশীদের সাথে প্রতারণা করে আসছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় এই প্রতারক চক্রের মূলহোতা নিরঞ্জন সরকার এবং সে কথিত সূর্যবিডি সিকিউরিটি সার্ভিস লিঃ কোম্পানীর এমডি। সে সামাজিক যোগাযোগ মাধ্যমে চাকুরীর বিজ্ঞাপন দিয়ে বেকার যুবক যুবতীদের আকৃষ্ট করে। এই প্রতারক চক্র সূর্যবিডি সিকিউরিটি সার্ভিস লিঃ কোম্পানীতে বিভিন্ন পদে লোক নিয়োগের নামে প্রত্যেক চাকুরী প্রত্যাশীদের কাছ থেকে ভর্তি ফি বাবদ ৫ হাজার টাকা ও চাকুরীতে যোগদান বাবদ ১০ থেকে ১৫ হাজার টাকা করে হাতিয়ে নিত। কোম্পানীর অফিস এক্সিকিউটিভ অফিসার, কাষ্টমার সাপ্লাই অফিসার, জুনিয়র অফিসার, কাষ্টমার রিলেশন অফিসার, মার্কেটিং ম্যানেজার, টেলি মার্কেটিং অফিসার, রিক্রুটিং অফিসার প্রভৃতি পদে ১৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত বেতনের প্রলোভন দেখিয়ে চাকুরী প্রত্যাশীদের প্রলুব্ধ করত। রাজধানী ঢাকার বিভিন্ন অভিজাত এলাকায় সুসজ্জিত অফিস ভাড়া নিয়ে কথিত “সূর্যবিডি সিকিউরিটি সার্ভিস লিঃ” নামক প্রতিষ্ঠানে সাধারণ চাকুরী প্রত্যাশী বেকার যুবক-যুবতীদের ডেকে নিয়ে এসে বিভিন্ন ভূয়া নিয়োগপত্র প্রদর্শণ করে ফাঁদে ফেলে তাদের নিকট হতে মোটা অঙ্কের টাকা নেয়। পরবর্তীতে ঘনঘন অফিস পরিবর্তন করে তারা প্রতারণামূলকভাবে সাধারণ চাকুরী প্রত্যাশীদের মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করে।

চাকুরী পাওয়ার পর মাসের পর মাস অফিসে আসা যাওয়া করে বেতন না পেয়ে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে অনেকে প্রদেয় টাকা ফেরত চাইলে তাদেরকে ভয়-ভীতি, হুমকি এমনকি মারধরও করত। বেশ কয়েকজন ভূক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-১১ কর্তৃৃক অনুসন্ধান চালিয়ে ঘটনার সত্যতা পেয়ে গত ০৫ নভেম্বর ২০২০ তারিখ বিকালে একটি আভিযানিক দল কর্তৃক ডিএমপি ঢাকার গুলশান থানাধীন শাহাজাদপুর এলাকায় সূর্যবিডি সিকিউরিটি সার্ভিস লিঃ এর অফিস কক্ষে অভিযান চালিয়ে প্রতারক চক্রের উল্লিখিত ০২ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, তারা দীর্ঘ দিন ধরে সূর্যবিডি সিকিউরিটি সার্ভিস লিঃ নাম ব্যবহার করে প্রতারণার মাধ্যমে চাকুরীর প্রলোভন দেখিয়ে অবৈধভাবে ও জাল জালিয়াতির মাধ্যমে বে-আইনি ব্যবসা চালিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে আসছে । গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপি ঢাকার গুলশান থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন