মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এনওসিএস নাঃগঞ্জ (পূর্ব) ডিপিডিসি এর উদ্যাগে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

বুধবার, ০৪ নভেম্বর ২০২০ | ৪:৩৬ অপরাহ্ণ

এনওসিএস নাঃগঞ্জ (পূর্ব) ডিপিডিসি এর উদ্যাগে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

স্টাফ রিপোর্টার: এন ও সি এস নারায়ণগঞ্জ (পূর্ব) ডিপিডিসি এর উদ্যাগে নগরীতে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
বুধবার (৪ই নভেম্বর) বিকেলে এনওসিএস (ডিপিডিসি) এর নির্বাহী প্রকৌশলী মোঃ গোলাম মোরশেদ এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন তিনি জানান, ফুটপাতে কাপড়ের দোকান ও জুতার দোকানদারা মিটার ছাড়া ডাইরেক্ট অবৈধ বিদ্যুৎ চালাচ্ছে। এতে সরকার রাজস্ব হারাচ্ছে। এজন্য আমরা এ অবৈধ লাইনগুলো বিচ্ছিন্ন করছি। যাতে করে সরকারী রাজস্বের কোনো ক্ষতি না হয়।
এছাড়াও গোলাম মোরশেদ আরো বলেন, যারা এ অবৈধ লাইন ব্যবহার করছে তাদের সকলের নাম ঠিকানা আমরা সংগ্রহ করছি। অচিরেই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আজকে কালিবাজার হতে শুরু করে ফ্রেন্ডস মার্কেট হয়ে বিবি রোডের ডিআইটি পর্যন্ত দুইপাশে অবৈধ এ লাইন বিচ্ছিন্ন করা হবে এবং প্রতি সপ্তাহের ন্যায় এ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মাজেদুর রহমান, সহকারী প্রকৌশলী মোঃ জোনায়েদ হাসান নাজমুল, উপ-সহকারী প্রকৌশলী মোঃ ইশতিয়াক আহমেদ, মোঃ কুদরত আলী, মোঃ উজায়ের আহমেদ ও মোঃ আপন প্রমুখ।



সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন