সোমবার, ১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
আজ সোমবার | ১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সদর মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত 

বুধবার, ০৪ নভেম্বর ২০২০ | ১০:৪৯ পূর্বাহ্ণ

সদর মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টার: পুলিশই জনতা জনতাই পুলিশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অনুষ্ঠিত হয়েছে ওপেন হাউজ ডে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে নগরীর সদর মডেল থানা প্রাঙ্গণে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম।  
 
তিনি বলেন, এক শ্রেণির তথাকথিত হকার নেতারা এসপি সাহেবকে দিতে হবে, ওসি সাহেবকে দিতে হবে বলে ফুটপাতের প্রতি দোকান থেকে দুইশ’ থেকে পাঁচশ’ করে টাকা নেয়। আসলে পুরাটাই ভন্ডামী। ওই টাকা ওরা নিজেরা খায়। ওদের কোনো রোজগার নেই। ওদের কোন দোকানও নেই। তো ওরা কিসের নেতা?
এসপি আরো বলেন, এই ধরনের কিছু নেতা আছে। আমার কাছে তারা মাঝে মাঝে গেছে।আমি না করে দিয়েছি। আমি বলছি আমি কোনো নেতা মানি না। হকারের আবার নেতা কী? যার নিজের বাড়ি ঘরই নাই, ছিন্নমূল। তাকে আমি কোথায় খুঁজে পাবো। এরা আপনাদের চোখে ধুলা দিয়া নেতাগিরি করে টাকা ওঠায় বিভিন্ন জনের নাম ব্যবহার করে। আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করতে হবে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল হক, জেলা আদালতের পিপি অ্যাড. ওয়াজেদ আলী খোকন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ্ নিজাম, সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান ও এসআই মোঃ খায়রুল প্রম



সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন