প্রেসবিজ্ঞপ্তি: ৩ রা নভেম্বর ২০২০ইং দুপুর ১২:৪৫ ঘটিকার সময় র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সূত্রের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানাধীন কুরপের চর গ্রামস্থ মনির হোসেনের পূর্ব দুয়ারী টিনের বসত ঘরের ভিতর মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া আসামী মোঃ মনির হোসেন (৩৮), সাং-কুরপের চর (৪নং ওয়ার্ড), থানা-সদর মডেল, জেলা-নারায়ণগঞ্জকে ০১ (এক) কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করেন।
গাঁজার বাজার মূল্য আনুমানিক ২০,০০০/- (বিশ হাজার) টাকা। উল্লেখিত আসামী উক্ত এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করিয়া আসিতেছিল বলিয়া জানা যায়। ধৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।