শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

 জেলা পরিষদের উদ্যোগে অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

শনিবার, ৩১ অক্টোবর ২০২০ | ২:০৫ অপরাহ্ণ

 জেলা পরিষদের উদ্যোগে অস্বচ্ছল বীর  মুক্তিযোদ্ধাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

বিশেষ প্রতিনিধি :  যাদের কারনে মুক্ত দেশ, যাদের কারনে স্বাধীন বাংলাদেশ সেই সকল অসচ্ছল বীর মুক্তি  যোদ্ধাদের মাঝে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১২ টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ডাকবাংলো ভবনে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের মাঝে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার।

নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং এড. বীর মুক্তিযোদ্ধা নুরুলহুদার সঞ্চালনায় আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহজাহান ভূইঁয়া জুলহাস, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমানুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ, মোঃ মহিউদ্দিন প্রমূখ। এসময় মুক্তিযোদ্ধাদের জন্য বাজেটকৃত প্রথম ধাপের ১৫১ জনের মধ্যে রুপগঞ্জ উপজেলার ২১ জন মুক্তিযোদ্ধার মাঝে ১০ হাজার টাকার ১টি করে চেক প্রদান করা হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন