শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শনিবার | ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাসুল (সাঃ) এর ব্যঙ্গ কার্টুন প্রকাশের প্রতিবাদে মহানগর ওলামা পরিষদ এর বিক্ষোভ

শনিবার, ৩১ অক্টোবর ২০২০ | ৫:২৯ পূর্বাহ্ণ

রাসুল (সাঃ) এর ব্যঙ্গ কার্টুন প্রকাশের প্রতিবাদে মহানগর ওলামা পরিষদ এর বিক্ষোভ

স্টাফ রিপোর্টার: ফ্রান্সে রাসুল (সাঃ) এর ব্যঙ্গ কার্টুন প্রকাশের প্রতিবাদে মহানগর ওলামা পরিষদের উদ্যাগে মহা সমাবেশ এর আয়োজন করা হয়।
শুক্রবার (৩০শে অক্টোবর) বাদ জুমা ঐতিহাসিক ডিআইটি জামে মসজিদের সামনে এ বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ওলামা পরিষদ এর সভাপতি মাওলানা আব্দুল আউয়াল।
তিনি বলেন, রাসূলের ইজ্জত নষ্ট হবে আর আমরা তা দেখতে থাকবো তা হতে পারে না। আখেরাতের সময় রাসূলে পাক (সাঃ) এর কাছে হাউজে কাউসারের পানি পাইতে চাই। আমার আল্লাহপাক ফেরাউনকে ও নমরুদকে খতম করেছে তাকেও খতম করে আস্তাকুরে নিক্ষেপ করবেন।
এছাড়াও তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, অতি দ্রুত আপনি ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা জ্ঞাপন করেন। ফ্রান্সের দুতাবাসকে বাংলার জমিন থেকে উৎখাত করেন। তা নাহলে নবীর সৈনিকেরা ফ্রান্সের দূতাবাসকে উৎখাত করে ছাড়বে। আগামী সোমবার হেফাজতের পক্ষ থেকে ডাক আসছে। আপনারা প্রস্তুত তো? নারায়ণগঞ্জের লক্ষ লক্ষ তৌহিদি জনতা কষ্ট করে পায়ে হেটে নিজের জীবন বাজি রেখে শাপলা চত্তরে শহীদ হয়েছিল। আমরা আরেকটা শাপলা চত্তর দেখিয়ে দিতে চাই। অতি তাড়াতাড়ি সংসদে আইন পাশ করুন। আল্লাহ ও আল্লাহর রাসূলকে নিয়ে কোনো কটুক্তি করা হলে তাকে ফাঁসিতে ঝুলাতে হবে।
আব্দুল আউয়াল আরো বলেন, আমার নবীর ব্যাঙ্গচিত্র যারা করেছে তারা এখন আনন্দে আছে। নাস্তিকদের জানিয়ে দিতে চাই, বাংলার জমিতে কোনোদিন তোমাদের ঠাই হবে না। তোমাদের যেখানে পাওয়া যাবে কুত্তার মত পিটিয়ে শেষ করে দেয়া হবে। লক্ষ তৌহিদি জনতা বেঁচে থাকতে তোমাদের বাংলার জমিতে থাকতে দেয়া হবে না। থাকতে চাইলে মুচলেখা দিয়ে থাকো। নয়তো বাংলাদেশ থেকে চলে যাও। আবারো তোমাকে সাবধান করে দিতে চাই, তুমি ফ্রান্সের পক্ষ নিয়েছো। আমাদের মত নবী প্রেমিদের মনে আঘাত দিয়েছো। নবী প্রেমীদের কথা যদি বুঝতে না পারো, ভারতকে আল্লাহ টুকরা টুকরা করে দিবে। তোমার ক্ষমতা আল্লাহ চুরমার করে দিবে।
এ সময় মহানগর ওলামা পরিষদের সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমানের সভাপতিত্বে এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমলাপাড়া মাদ্রাসার মোহতামিম আব্দুল কাদের, দেওভোগ মাদ্রাসার মোহতামিম আবু তাহের জিহাদী, জেলা ওলামা পরিষদের সাধারণ সম্পাদক জাকির হোসেন কাসেমী, অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় আমীর আতিকুর রহমান নান্নু মুন্সী, দ্বীনি সংগঠন জেলার সাধারণ সম্পাদক মুফতি মাসুম বিল্লাহ ও ওলামা পরিষদ মহানগর এর সাধারণ সম্পাদক মাওলানা হারুনূর রশিদ প্রমুখ।



সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন