শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নাঃগঞ্জের নতুন পালপাড়া পুনঃ নির্মিত সার্বজনীন পূজা মন্দিরের শুভ উদ্বোধন ঘোষণা করা

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০ | ৫:৪৪ অপরাহ্ণ

নাঃগঞ্জের নতুন পালপাড়া পুনঃ নির্মিত সার্বজনীন পূজা মন্দিরের শুভ উদ্বোধন ঘোষণা করা

স্টাফ রিপোর্টার:  বৃহস্পতিবার (২২শে অক্টোবর) সন্ধ্যায় নতুন পালপাড়া এলাকায় পালপাড়া পূজা কমিটির সভাপতি এডঃ মন্টু ঘোষ’র সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমান।

তিনি বলেন, নারায়ণগঞ্জের মানুষ যাতে সুখে থাকতে পারে সে বিষয়ে মেয়রের সাথে খুব তাড়াতাড়ি আমরা আলোচনায় বসবো৷ আমরা অনেক ঝগড়া করেছি৷ অনেক গালমন্দ করেছি৷ জানি না আগামীতে আমরা কাকে আনবো৷ এমনও হতে পারে, তার ভালো কাজের জন্য তাকেই আমরা মেয়র হতে আবারও অনুরোধ করবো৷

সেলিম ওসমান বলেন, ‘প্রতিটা ইউনিয়নে একটা স্কুল বানানোর চেষ্টা করেছি৷ ভবিষ্যত প্রজন্মকে গড়ে তুলতে হবে৷ যেকোনো অনুষ্ঠানে আমরা একত্রে বসতে পারি৷ আলোচনা করতে পারি, আনন্দ করতে পারি৷ হিন্দু-মুসলমান আমরা একত্রে মিলেমিশে থাকি৷

এ ছাড়াও তিনি বলেন, অনেকেই মাস্ক ব্যবহার করছেন আবার অনেকেই মাস্ক ব্যবহার করছেন না৷ বেঁচে থাকতে হলে মাস্ক পড়তে হবে৷ মাস্ক ছাড়াঁ বের হলে কিন্তু আইনগত ব্যবস্থা নেবারও নির্দেশ আসছে৷ হাত ধোয়ার দিকেও খেয়াল রাখতে হবে৷ নারায়ণগঞ্জে পূজা মন্ডপগুলোতে করোনার সতর্কতা থাকতে হবে৷

এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি চন্দন শীল, এফবিসিসিআই এর পরিচালক প্রবীর কুমার সাহা, পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি দীপক কুমার সাহা ও সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন প্রমুখ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন