শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

জাতীয় শ্রমিকলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সোমবার, ১২ অক্টোবর ২০২০ | ৬:৪২ অপরাহ্ণ

জাতীয় শ্রমিকলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার: জাতীয় শ্রমিকলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করলেন জাতীয় শ্রমিক লীগ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতৃবৃন্দরা। সোমবার (১২ই অক্টোবর) বিকেলে নগরীর ২নং রেলগেটস্থ আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালী নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালিবাজার গ্রন্থনাগারে সংক্ষিপ্ত আলোচনা শেষে কেক কাটা হয়। পরে সন্ধ্যায় দলীয় কার্যালয়ের সামনে আতশবাজীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি কাজীম উদ্দিন প্রধান বলেন, ১৯৬৯ সালে ১২ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় শ্রমিক লীগ প্রতিষ্ঠা করেছিলেন। তারই ধারাবাহিকতায় প্রতিবছর আমরা এ দিনটি পালন করে থাকি।বঙ্গবন্ধুর আদর্শে উজ্জিবিত হয়ে প্রয়াত নেতা জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি শুক্কুর মাহমুদের দেখানো পথে আমরা এগিয়ে চলেছি।বর্তমান সরকারের সময়ে আমরা ন্যায্য দাবি পাচ্ছি। যখনই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তখনই শ্রমিক বান্ধব সরকার গঠিত হয়। শ্রমিকদের বেতন বৃদ্ধি পায় এবং ন্যায্য দাবি থেকে তারা বঞ্চিত হয় না। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, শ্রমিকদের সম্মান করুন, তাদের ন্যায্য পাওনা বুঝিয়ে দিন। তাদের জন্যই আপনারা সুখে শান্তিতে জীবন যাপন করছেন। যদি তাদেরকে অসম্মান করেন, তাহলে আপনারা সে জায়গায় থাকতে পারবেন না।আমরা চাই, নারায়ণগঞ্জের সবচেয়ে শক্তিশালী সংগঠন হবে শ্রমিক সংগঠন। আমরা এক নেতাকে হারিয়েছি কিন্তু আমাদের আরেকজন নেতা আছেন তিনি হলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমান। তিনি সবসময় আপনাদের সাথে আছেন এবং থাকবেন।

এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক মাইনুদ্দিন আহমেদ বাবুল, মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলমগীর কবির বকুল, সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্না, জেলার সহ-সভাপতি ফকির নূর হোসেন, সহ-সভাপতি আলী হোসেন, জেলা যুব শ্রমিকলীগের সভাপতি ইঞ্জিনিয়ার ওবায়দুল হক আরিফ, শ্রমিকলীগ নেতা রকিবুল হাসান রিয়ন ও সৈয়দ মোক্তার হোসেন সহ জেলা ও মহানগর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন