শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কবিতা ” ওরা শ্রমিক “

সোমবার, ০৫ অক্টোবর ২০২০ | ৬:২২ অপরাহ্ণ

কবিতা  ” ওরা শ্রমিক “

 

 

জামান ভূঁইয়া

০১৯১৩২৯৪৩৫৭

০১৭৯৯০৫৯০২০

 

ওরা শ্রমিক কাজ করে দিন রাত ,

মাথার ঘাম পায়ে ফেলে জুটায় ভাত ।

ওরা শ্রমিক রোদ বৃষ্টি নাই ঝড় ,

কাজ করে তারা সারা দিন ভর ।

 

ওরা শ্রমিক ঘাম ঝরিয়ে করে কাজ ,

শত চেস্টা করেও পারেনা করতে সাজ ।

ওরা শ্রমিক চোখে নাই ঘুম রাতের বেলা ,

জীবন দিয়ে করে কাজ এই তাদের খেলা ।

 

ওরা শ্রমিক শ্রম দিয়ে করে দেশের কাজ ,

দেশ যায় এগিয়ে তৈরী হয় দেশে সুখের রাজ ।

ওরা শ্রমিক পাঁথর টানে তারা মাথায় করে ,

তারা কাজ করে পাটকলে জীবন ভরে ।

 

ওরা শ্রমিক শ্রম দেয় তারা কাপরের মিলে ,

তারা শ্রম দিয়ে দেশ গড়ে তিলে তিলে ।

ওরা শ্রমিক পরিবহনে কাজ করে দিনে রাতে ,

তাদের শ্রমে আমরা চলি মিলে মিশে এক সাথে ।

 

ওরা শ্রমিক মাথার ঘাম পরে তাদের পায়ে ,

আধা খেয়ে দিন কাটে জামা নেই যে গায়ে ।

ওরা শ্রমিক ইট ভাঙ্গে রড কাটে মাটি কাটে পরে ,

সুখে থাকে সবাই মিলে কস্ট শ্রমিকের ঘরে ।

 

ওরা শ্রমিক ওদের জীবন কস্টে ভরা সুখ শান্তি নাই ,

সুখের আশায় করে কস্ট সবাই জীবন দিয়ে তাই ।

ওরা শ্রমিক দেশ গড়ে তাদের দিয়ে থাকে সবাই সুখে ,

কস্ট করে শ্রমিক যারা জীবন কাটে তাদের শুধু দুঃখে

০৪ – ০৭ – ২০২০ খৃষ্টাব্দ




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন