বিশেষ প্রতিনিধি: সোনারগাঁও পৌরসভা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিল’র ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। ২৬ সেপ্টেম্বর ( শনিবার ) উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে এ কমিটি গঠন করা হয়।বশির উদ্দিনকে সভাপতি ও শিপন কাজিকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম
আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। বিশেষ
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- আহ্বায়ক কমিটির সদস্য ডা. আবু জাফর চৌধুরী বিরু।
আরো উপস্থিত ছিলেন- সাবেক থানা কমান্ডার সোহেল রানা, সাবেক ডেপুটি কমান্ডার
ওসমান গনি। সন্তান কমান্ডের সোনারগাঁ উপজেলা আহ্বায়ক বিল্লাহ হোসেন প্রধান, যুগ্ম
আহ্বায়ক মোঃ লুৎফর রহমানসহ অন্যান্য সদস্যবৃন্দ।