সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজ সোমবার | ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নারায়ণ’গঞ্জে ধলেশ্বরীর তীরে’র বৃক্ষ রোপণ কর্মসূচী পালন

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০ | ৩:২৯ অপরাহ্ণ

নারায়ণ’গঞ্জে ধলেশ্বরীর তীরে’র বৃক্ষ রোপণ কর্মসূচী পালন

নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জ ফতুল্লা থানার বক্তাবলী পরগণায় সামাজিক সংগঠন ধলেশ্বরীর তীরে’র ২য় পর্বে বৃক্ষ রোপণ কর্মসূচী আয়োজন করেছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এ আলোচনা সভা ও বৃক্ষ রোপণ কর্মসূচী পালন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তাবলী ইউনিয়ন পরিষদ’র চেয়ারম্যান আলহাজ্ব শওকত আলী শারীরিক অসুস্থতার জন্য উপস্থিত থাকতে পারিনি। প্রধান আলোচক মহানগর আওয়ামী যুবলীগ’র সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজুন বলেন, ধলেশ্বরীর তীরে সামাজিক সংগঠন বক্তাবলী পরগণায় মানুষের পাশে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়েছে তাতে আমি অভিভূত। আমি এই সংগঠন সকল সদস্যদের প্রতি আমার অভিনন্দন জানাই সেই সাথে এই সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

ধলেশ্বরীর তীরে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রোটারীয়ান নুরুজ্জামান জিকু’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদ’র সদস্য জাহাঙ্গীর হোসেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্র লীগ’র সাবেক সভাপতি আহসানুল হাসান নিপু, নারায়ণগঞ্জ জেলা তাঁতী লীগ’র সদস্য সচিব আলমগীর হোসেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্র লীগ’র সাবেক সভাপতি সাফায়েত আলম সানি, ফতুল্লা থানা ছাত্র লীগ’র সভাপতি আবু মোঃ শরিফুল হক, রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সিটি’র সভাপতি কামরুল হাসান।

এসময় ধলেশ্বরীর তীরে সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ইমরান’র সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা খোরশেদ মাষ্টার, আনোয়ার হোসেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জিয়াউর রহমান ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক ইকাবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক রাসেল প্রধান, কার্যকরী সদস্য শফিকুল ইসলাম শফিক, মোঃ কাদীর, আরাফাত আলী, মনিরুজ্জামান স্বপন, রাশেদুল ইসলাম সুমন, নোমান আহমেদ, নজরুল ইসলাম প্রমূখ।

উল্লেখ্য, ধলেশ্বরীর তীরে’র পক্ষ থেকে ১০০০ বৃক্ষ রোপণ, ৩০০ মাস্ক বিতরণ করা হয়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লক্ষীনগর গ্রামের পঞ্চায়েত প্রধান শহিদুল্লাহ ফকির, রাজাপুর পঞ্চায়েত সদস্য লোকমান হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন