নওগাঁ থেকে সোহেল চৌধুরী রানা : নওগাঁর সাপাহারে এককালীন সরকারি বিভিন্ন অনুদানের চেক বিতরণের উদ্বোধন করা হয়েছে।
রোববার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্ষুদ্র জাতিসত্ত্বা ও নৃ-তাত্ত্বিক সম্প্রদায়ের বয়স্ক ব্যক্তিদের জীবনমান উন্নয়ন ও অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষা অনুদান ও ক্যাপিটেশন গ্রান্ট প্রাপ্ত বেসরকারি এতিমখানার অনুকূলে চেক বিতরণের শুভ উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আল মাহমুদ প্রমূখ।