শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home » Slider »

সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী হোসেনপুর স্কুলের ৯০বছর পূর্তিতে পূর্ণমিলনী

শনিবার, ২০ মার্চ ২০২১ | ৯:৫৯ অপরাহ্ণ

সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী হোসেনপুর স্কুলের ৯০বছর পূর্তিতে পূর্ণমিলনী

 

সোনারগাঁ প্রতিনিধি :  নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার হোসেনপুর এস পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলায় ৯০ বছর পূর্তি উপলক্ষে পূর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ মার্চ) সকাল ১১টায় হোসেনপুর এস পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি সি আইপি মো. বজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি।

তিনি বলেন,সোনারগাঁয়ের মত জায়গায় এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান থাকা সত্যি ভাগ্যের ব্যাপার। দেশে ভাষানী ও শেখ মুজিবর রহমানের মত নেতা এই স্কুলের মত স্কুল থেকেই শিক্ষা লাভ করে তৈরী হয়েছেন। তাই তোমাদের কেও জাতির বীর সন্তান হিসেবে নিজেকে তৈরি করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী সেলিমা খাতুন, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিব,মোঃ হালিমুজ্জামান,বাংলাদেশ পুলিশের এআইজি স্পেশাল ব্রাঞ্চ মাহবুব হোসেন, সোনারগাঁয়ের সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার হাসনাত,সি আই.ডি ডিবিশনের ডি.আই.জি মোঃ আবুল কালাম আজাদ, জেলা পরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, সোনারগাঁ উপজেলা যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম নান্নু,পৌর মেয়র প্রার্থী এড.ফজলে রাব্বি,অত্র বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি এম.এ আউয়াল, উপদেষ্টা কর্ণেল মোঃ জহিরুল হক খাঁনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন