শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
Home » Slider »

সিদ্ধিরগঞ্জে মাদরাসা ছাত্রের মৃত্যু মামলায় তিন শিক্ষকের  রিমান্ড

সোমবার, ১৫ মার্চ ২০২১ | ৯:২৫ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জে মাদরাসা ছাত্রের মৃত্যু মামলায় তিন শিক্ষকের  রিমান্ড

সিদ্বিরগঞ্জ প্রতিনিধি  :   সিদ্ধিরগঞ্জে সাব্বির হােসেন ( ১৪ ) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় তিন শিক্ষকের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ।

সােমবার ( ১৫ মার্চ ) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিল্টন হােসেনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেছেন । পাশাপাশি কবর থেকে সাব্বিরের মরদেহ তুলে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত । কোর্ট পুলিশ পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান রিমান্ডের সত্যতা নিশ্চিত করে তিনি বলেন , ১৮ বছরের নিচে হওয়ায় সাব্বিরের ৪ সহপাঠীর নাম প্রকাশ করা হয়নি এবং তাদের রিমান্ডে দেওয়া হয়নি ।

গ্রেফতারকৃত ওই তিন শিক্ষক হলাে- শওকত হােসেন সুমন ( ২৬ ) , জোবায়ের আহম্মেদ ( ২৬ ) ও আব্দুল আজিজ ( ৪২ )নিহত সাব্বির ( ১৪ ) রূপগঞ্জ উপজেরার শান্তিনগর এলাকার জামাল হােসেনের ছেলে । সে রওজাতুল উলুম উলুম মাদরাসার হেফজ বিভাগের ছাত্র । পরিবারের বরাতে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক ( এসআই ) মােহাম্মদ শাহীন জানান , আবাসিক মাদরাসায় থেকে পড়ালেখা করতাে নিহত সাব্বির হােসেন । ১০ মার্চ বেলা ১১ টার দিকে মাদরাসার এক শিক্ষক তার পরিবারকে জানায় , সাব্বির মাদরাসার ছাদে উঠার সিঁড়ির গলায় গামছা দিয়ে আত্মহত্যা করেছে।

পরে স্বজনরা মরদেহ নিয়ে রূপগঞ্জে নিজ এলাকায় দাফন করে । দাফনের আগে গােসলের সময় নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখতে পায় স্বজনরা । পরে শুক্রবার অজ্ঞাত আসামি করে সাব্বিরের বাবা একটি মামলা দায়ের করেন । মামলা দায়েরের পর তিন শিক্ষকসহ ৭ জনকে গ্রেফতার করা হয় ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন