রাজিব হোসেন রাজু : রুপগঞ্জ কায়েতপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী বড় আলু গ্রামের সুশিক্ষিত পরোপকারী গরীব দুঃখী মানুষের বন্ধু মোঃ আব্দুল হাই ৬ নং ওয়ার্ড বাসীর কাছে দোয়া চান আব্দুল হাই । একজন সৎ আদর্শবান যিনি সব সময় তার এলাকার মানুষের কথা ভেবে থাকেন এবং এলাকার উন্নয়নের চিন্তা করেন তিনি তার নিজ এলাকায় রাস্তাঘাট মসজিদ স্কুল এবং গরিব মানুষের মেয়েদের বিয়েতে যথেষ্ট অনুদান করে থাকেন। আব্দুল হাই বলেন আজকে আমার মেম্বার হওয়ার পিছনে যার সবচাইতে বেশি আশীর্বাদ ও ভালোবাসা রয়েছে সেই প্রিয় মানুষটি হলেন রূপগঞ্জের কর্ণধার এবং কায়েতপাড়া ইউনিয়নের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিনি চেয়ারম্যান হয়েছেন ও রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক ভাই তার সহযোগিতায় আজ আমি এতোটুকু এগুতে পেরেছি যিনি আমাকে সব সময় বলে থাকেন কোন গরীব অসহায় মানুষ যেন তোমার কাছ থেকে কষ্ট না পায় এবং যতোটুকু তোমার পক্ষে সম্ভব তাদের সাহায্য সহযোগিতা করে পাশে থাকবা । তোমার পক্ষে যদি সেটা সম্ভব না হয় তাহলে আমাকে বলবা আমি তোমার সেই কাজটি করে দেব আমি আব্দুল হাই আনন্দিত ও গর্বিত যে আমাদের কায়েতপাড়া ইউনিয়ন এমন একটি চেয়ারম্যান পেয়েছি যিনি শুধু মানুষকে দিতে পেরে আনন্দ থাকেন তাই আমি কায়েতপাড়া ইউনিয়নের জনগণের উদ্দেশ্যে বলবো আপনারা সকলে মিলে এবারের ইউপি নির্বাচনে আমাদের অভিভাবক ও গর্ব রংধনু গ্রুপের চেয়ারম্যান ও কায়েতপাড়া ইউনিয়নের চেয়ারম্যানের অত্যান্ত স্নেহের আদরের ছোট ভাই আলহাজ্ব মিজানুর রহমান মিজান ভাইকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন তাহলে আপনাদের কায়েতপাড়া ইউনিয়নে আরো উন্নয়নের ছোঁয়া বাড়তে থাকবে। মিজানুর রহমান মিজান যিনি করোনা কালীন সময় আমাদের প্রতিটি ওয়ার্ডের মেম্বার দের কাছে প্রচুর পরিমানের ত্রাণ সামগ্রী দিয়েছেন গরীব অসহায় হতদরিদ্র মানুষের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য এবং তার কাছে কোন সাহায্য সহযোগিতার জন্য গেলে মন খুলে তাকে সহযোগিতা করে থাকেন । আমি আব্দুল হাই মেম্বার বিনয়ের সাথে আপনাদের বলব সকলে মিলে একসঙ্গে কাঁধে কাঁধ রেখে হাতে হাত মিলিয়ে একটাই স্লোগান মিজান ভাই ভালো লোক জয়ের মালা তারই হোক মিজান ভাই যোগ্য নেতা তারিধারায় সম্ভব কায়েতপাড়া ইউনিয়ন কে একটি ডিজিটাল আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তরিত করা।