শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
Home » Slider »

ফুটপাতে চাঁদাবাজি করার সময় র‌্যাব -১১ হাতে গ্রেফতার- ১

রবিবার, ১৪ মার্চ ২০২১ | ৮:০৭ অপরাহ্ণ

ফুটপাতে চাঁদাবাজি করার সময় র‌্যাব -১১ হাতে গ্রেফতার- ১

নারায়নগঞ্জের  ডাক :  ফুটপাতে চাঁদাবাজি করার সময় চাঁদাবাজির টাকাসহ মাে . আব্দুল্লাহ ওরফে বিজয় চন্দ্র দাস ( ৩০ ) নামের এক চাঁদাবাজকে হাতেনাতে গ্রেফতার করেছে । র‌্যাব শনিবার ( ১৩ মার্চ ) সন্ধ্যা সােয়া সাত টার দিকে শহরের জেলা সরকারী গণ গ্রন্থাগারের বিপরীতে শায়েস্তা খান রােড থেকে তাকে গ্রেফতার করা হয় ।

এই ঘটনায় পলাতক রয়েছে চাঁদাবাজ চক্রের প্রধান সােহেল । গ্রেফতারকৃত আসামি হিন্দু থেকে ধর্মান্তরিত হওয়া মাে . আব্দুল্লাহ ওরফে বিজয় চন্দ্র দাস কুমিল্লা জেলার চান্দিনা থানার নদীরাবাদ এলাকার গােপাল চন্দ্র দাসের ছেলে ।

র‌্যাব -১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মাে . জসিম উদ্দীন চৌধুরী , পিপিএম জানান , একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে সরকারী গণ গ্রন্থাগারের বিপরীতে শায়েস্তা খান রােডের ফুটপাতের অস্থায়ী দোকানগুলাে চাঁদাবাজি করে আসছিল ।পলাতক আসামি সােহেলের নেতৃত্বে এই চক্রটি ফুটপাতের অস্থায়ী দোকানপ্রতি ৪০ থেকে ১০০ টাকা চাঁদা আদায় করে ।

কয়েকজন অস্থায়ী দোকান মালিকের অভিযােগের প্রেক্ষিতে র‌্যাব অভিযান চালিয়ে চাঁদাবাজ চক্রের সদস্য মাে . আব্দুল্লাহ ওরফে বিজয় চন্দ্র দাস’কে চাদাঁবাজির নগদ চার হাজার চল্লিশ টাকাসহ হাতে – নাতে গ্রেফতার করে ।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি স্বীকার করে সােহেলের প্রত্যক্ষ মদদে ও যােগসাজশে দীর্ঘদিন ধরে ফুটপাতের অস্থায়ী দোকানগুলাে থেকে প্রতিদিন চাঁদা আদায় করে আসছে ।

গ্রেফতারকৃত আসামি ও পলাতক আসামি সােহেলের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান র‌্যাব কর্মকর্তা ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন