সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ সিদ্ধিরগঞ্জ নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর হাজ্বী ওমর ফারুক বলেছেন- স্মার্ট জাতীয় পরিচয়পত্র পাওয়া আমাদের গর্বের বিষয়। নির্বাচনের সময় ভোট কেন্দ্রে গিয়ে পছন্দমত প্রার্থীকে ভোট দেওয়া নাগরিকের নৈতিক দায়িত্ব। দেশের সচেতন নাগরিক হিসেবে সকল ভোটারকে তাদের গণতান্ত্রিক দায়িত্ব হিসেবে নির্বাচনের সময় ভোট প্রদান করতে হবে।
রবিবার (১৪ মার্চ) সকাল ১০টায় নাসিক সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডে নতুন প্রজন্মের ভোটারদের মধ্যে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করার সময় জনপ্রিয় সফল কাউন্সিলর হাজ্বী ওমর ফারুক একথা বলেন। এসময় ১.২.৩নং ওয়ার্ড সংরক্ষিত জনপ্রিয় সফল নারী কাউন্সিলর মাকসুদা মোজাফ্ফর ও সদর উপজেলা নির্বাচন অফিসার আফরোজা খাতুনসহ অন্যান্য কর্মকর্তারা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ওমর ফারুক বলেন, ১নং ওয়ার্ডের ভোটারদের হাতে সুন্দর ও সুশৃঙ্খলভাবে স্মার্টকার্ড তুলে দিতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। ১ জাহাজার ৯শত ১৮জন নতুন প্রজন্মের ভোটারদের মধ্যে এ স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে। কাউন্সিলর জানায় ১নং ওয়ার্ড হিরাঝিল কার্যালয়ে এসে স্মার্ট কার্ড নেওয়ার জন্য ভোটার আইডি কার্ডের মুল সিলিপ এবং জন্ম নিবন্ধন সাথে নিয়ে আসতে হবে। ২০১৯ সালে নতুন ভোটার হয়েছে শুধুমাত্র তাদের জাতীয় পরিচয় পত্র স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে।