ফাহাদুল ইসলাম স্টাফ রিপোর্টার ঃনারায়ণগঞ্জ সোনারগাঁ মোগরাপাড়া থানা রোড মূল রাস্তা কেটে অবৈধ গ্যাস লাইন নেওয়ার ফলে দীর্ঘ যানজট , চরম দূর্ভোগে সাধারন জনগন, পথচারী। গত ২০২০ নভেম্বর ও ডিসেম্বর মাসে সোনারগাঁয়ে বিভিন্ন পাড়া-মহল্লায় অবৈধ গ্যাস বিচ্ছেদ অভিযানে তিতাস গ্যাস সচল ছিল। এতে সোনারগাঁ পিরোজপুর গ্রাম ও বিভিন্ন গ্রামে গ্যাস বিচ্ছেদের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক রোড অবরুদ্ধ করে ফেলে, মানববন্ধন সহ বিক্ষোভ মিছিল করে ভুক্তভোগী গ্রামবাসী। গ্রামের সর্বস্তরের জনগণ মহিলা পুরুষ সকলের প্রতিবাদ জানায়। এক্ষেত্রে সাধারণ জনগণের প্রশ্ন ফ্রেশ কোম্পানি কিভাবে এত বিশাল আকারে গ্যাস সংযোগ পায়। নানা প্রশ্নের শিকার হচ্ছে ফ্রেশ কোম্পানি। সাধারণ জনগণের প্রশ্ন এই রোডে বিকল্প ব্যবস্থা না করে কিভাবে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রাস্তা কেটে যান চলাচল বন্ধ করে নিজস্ব কোম্পানির কাজ অনায়াসে করে যাচ্ছে প্রশাসনের কোনো ভূমিকা নেই কেন।