শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শনিবার | ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home » Slider »

সোনারগাঁয়ে মহাসড়কে তিন চাক্কার তান্ডব

রবিবার, ১৪ মার্চ ২০২১ | ৪:০৫ অপরাহ্ণ

সোনারগাঁয়ে মহাসড়কে তিন চাক্কার তান্ডব

ফাহাদুল ইসলাম স্টাফ রিপোর্টার।নারায়ণগঞ্জ সোনারগাঁ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক আফিয়া সিএনজির সামনের টার্নিয়ে বেপরোয়াভাবে রোড ক্রসিংয়ে ব্যস্ত তিন চাক্কা।
মহাসড়কে তিন চাক্কা নিষিদ্ধ থাকা সত্ত্বেও ঝুঁকি নিয়ে মহাসড়ক ক্রসিংয়ে ব্যস্ত অটো রিক্সা, ভ্যান মোটরসাইকেল। এতে মহাসড়কের দূরপাল্লার দ্রুতগামী পরিবহনের সাথে ঝুঁকিপূর্ণ সংঘর্ষের সম্ভাবনা থাকে, তা সত্ত্বেও যাত্রীদের বিপদের মুখে ঠেলে দিয়ে রোড ক্রসিং মরিয়া অটোরিকশা, মোটর সাইকেল ভ্যান।
লক্ষ্য করা যায় সোনারগাঁয়ের আফিয়া সিএনজির সামনের রোড ক্রসিংয়ের যে শূন্য জায়গা রয়েছে, মিনিবাস ও অটো রিক্সা ,ভ্যান মোটরসাইকেল ইত্যাদি রোড ক্রসিংয়ের নির্ধারিত স্থান বেছে নিয়েছে। তাতে দূরপাল্লার গাড়ি বিঘ্ন ঘটে এবং বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা থাকে। তা সত্ত্বেও ঝুঁকি নিয়ে যাত্রীদের মৃত্যুর মুখে ঠেলে দিয়ে যানজট সৃষ্টি করে রাস্তা পারাপারে ব্যস্ত এই পরিবহন ও পথচারী । সোনারগাঁ কাঁচপুর হাইওয়ে পুলিশের বিশেষ কোনো নজরদারি না থাকার কারণে সিএনজি অটোরিক্সা বেপরোয়া হয়ে উঠছে। যার কারণে যে কোন সময় হতে পারে বড় ধরনের কোন দুর্ঘটনা।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন