শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home » Slider »

ত্বকী হত্যা মামলায় পলাতক আসামির আত্মসমর্পণ

বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১ | ৮:৫৯ পূর্বাহ্ণ

ত্বকী হত্যা মামলায় পলাতক আসামির আত্মসমর্পণ

আলোচিত ত্বকী হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া পলাতক আসামি সুলতান শওকত ভ্রমর আদালতে আত্মসমর্পণ করেছেন। শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বুধবার ১০ই মার্চ দুপুরে প্রায় ৭ বছর পর নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. কাওছার আলমের আদালতে আত্মসমর্পণ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান।

আদালত সূত্রে জানা যায়, সুলতান শওকত ভ্রমর ২০১৩ সালের ১২ নভেম্বর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ১৬ দিন পর ভ্রমর তার জবানবন্দি প্রত্যাহারের জন্য আদালতে আবেদন করেন।

২০১৪ সালের ২০ মার্চ নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েই দেশত্যাগ করেন ভ্রমর। আদালত ইতোমধ্যে ভ্রমরের বিরুদ্ধ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

নগরীর শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে ২০১৩ সালের ৬ মার্চ বের হয়ে নিখোঁজ হয় তানভীর মুহাম্মদ ত্বকী। ওই দিন ত্বকীর বাবা রফিউর রাব্বি এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। দুই দিন পর সকালে শীতলক্ষ্যা নদীর শাখা চারারগোপ এলাকার খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন