সোনারগাঁ প্রতিনিধি :
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, ডাকাত সামসুল ইসলাম সেলিম (৩৫) উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর গ্রামের সানোয়ার মিয়ার ছেলে, ইয়ানবী (৩৯) একই এলাকার মৃত আঃ সামাদ মিয়ার ছেলে ও মো: শাহীন মিয়া গাইবান্ধা সুমানগঞ্জ জেলার কানি চরিতাবাড়ীর লতিফ মিয়ার ছেলে।
মঙ্গলবার ৯ মার্চ দুপুরে গ্রেফতারকৃত আসামীদের নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাতে মেঘনা শিল্পাঞ্চলের নিউ টাউন এলাকার হযরত মিয়ার পুকুর পার্শ্বে দুলাল মিয়ার পতিত জায়গায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে কালে তিন ডাকাতকে আটক করেছে পুলিশ।্হনংঢ়; এসময় তাদের কাছ থেকে ১টি লোহার তৈরী ছোরা, ১টি টর্চ লাইট, ১টি লোহার তৈরী হাতুরী, ১টি কালো রংয়ের ব্যাটন লাঠি, ও ১টি টর্চ লাইট উদ্ধার করা হয়।
ওসি রফিকুল ইসলাম আরো জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা শিল্পাঞ্চল এলাকায় বিভিন্ন কারখানার শ্রমিক, মহাসড়ক ও শাখা সড়কগুলোর বিভিন্ন যানবাহনে দীর্ঘদিন যাবত ডাকাতি করে আসছে। এদের বিরুদ্ধে মামলা দায়ের করে নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।