নারায়ণগঞ্জে ভুয়া জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধনসহ নুর তাজ (১৮) নামের এক রোহিঙ্গা তরুণীকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (৩ মার্চ) বিকালে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। মিথ্যা পরিচয়ে বাংলাদেশী পাসপোর্ট তৈরী চেষ্টার অভিযোগে এই সময় আরও গ্রেফতার করা হয় তার সহযোগি মতিঝিলের একটি ট্রাভেল এজেন্সীর কর্মচারী মো. সুমনকে। র্যাব-১১ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম জানান, বিদেশে যাওয়ার জন্য ভুয়া জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন নিয়ে পাসপোর্ট করতে নারায়ণগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসে আসে রোহিঙ্গা তরুণী নুর তাজ। এই কাজে তাকে সহযোগিতা করে ঢাকার মতিঝিল এলাকার একটি ট্রাভেল এজেন্সীর কর্মচারী সুমন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুর তাজ জানায় তার কোন পিতা-মাতা নাই। সে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে পালিত মা আমেনার কাছে থাকে। মিথ্যা পরিচয়ে বাংলাদেশী পাসপোর্ট তৈরী চেষ্টার অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই র্যাব কর্মকর্তা।