বুধবার (২৪ ফেব্রুয়ারি ) নারায়ণগঞ্জ জেলা পুলিশের ডিএসবি’র ই-পাসপোর্ট কার্যক্রম পরিদর্শনে আসেন পাসপোর্ট অধিদপ্তরের একটি টিম। কমান্ডার (নৌবাহিনী) জনাব এটিএম শহিদ আহসান, ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর, ই-পাসপোর্ট এর নেতৃত্বে জার্মান ভেরিডোস জিএমবিএইচ কোম্পানির সিনিয়র প্রজেক্ট ম্যানেজার মি. আরমিন বেলজার, নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক জনাব মো. মাহমুদুল হাসান ও ফ্লোরা বাংলাদেশ লিমিটেড এর এ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট (আইটি) জনাব মাহবুব উল আলম পরিদর্শনে আসেন।
অতিথিগণ নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছালে জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম (বার) মহোদয় ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ শফিউল ইসলাম-সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে তাঁরা নারায়ণগঞ্জ জেলা বিশেষ শাখার কার্যক্রমের ভূয়সী প্রশংসা ও সন্তুষ্টি জ্ঞাপন করেন।