সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজ সোমবার | ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home » Slider »

মানবতার সেবা কল্যাণ ফাউন্ডেশন’র উদ্যোগে অসহায়দের মাঝে খাবার বিতরণ

সোমবার, ২২ ফেব্রুয়ারি ২০২১ | ১০:৫৬ পূর্বাহ্ণ

মানবতার সেবা কল্যাণ ফাউন্ডেশন’র উদ্যোগে অসহায়দের মাঝে খাবার বিতরণ

বিশেষ প্রতিনিধি, খাজা মেহেদী সিকদার

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে ‘মানবতার সেবা কল্যাণ ফাউন্ডেশন’।

গতকাল সোমবার অমর একুশে ফেব্রুয়ারির দিনে রাজধানীর বিভিন্ন স্থানে ‘মানবতার সেবা কল্যাণ ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পারভেছুন নাহার নিপুর উদ্যোগে এই খাবার বিতরণ করা হয়।

এ সময় পারভেছুন নাহার নিপু বলেন, আমরা প্রায়ই রাজধানীর অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করে থাকি। বেশ কিছু দিন ধরে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছি। অসহায়দের বিভিন্ন সামগ্রী প্রদান করে নিজে খুবই তৃপ্তি পায়।

তিনি বলেন, আমরা প্রায়ই রাজধানীর বিভিন্ন এলাকায় এ ধরনের কর্মসূচি পালন করে থাকি। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি। সেই সাথে আমার সঙ্গে যে সকল স্বেচ্ছাসেবী ভাইয়েরা বিভিন্ন ভাবে সহযোগিতা করছেন, তাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি।

পারভেছুন নাহার নিপু বলেন, মানবতার সেবা কল্যাণ ফাউন্ডেশন গরীব-দুঃখী মানুষের সংস্থা। এ কল্যাণ ফাউন্ডেশন অসহায় মানুষের পাশে আছে এবং থাকবে।

এসময় খাবার বিতরণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন- আক্তার হোসেন, বাইজিদ মুস্তাকিন, মো. ইকবাল হোসেন, মো. ইকবাল হোসেন, আসিফ, মো. জাহাঙ্গীর ইসলাম, আসাদুল ইসলাম শুভ প্রমুখ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন