ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শিশুদের বিনামূল্যে ডেন্টাল চেক আপের আয়োজন করেছে আলোর পাখি ফাউন্ডেশন।
রোববার প্রভাতফেরির মাধ্যমে আয়োজন শুরু হয়। এতে প্রধান অতিথি, ফাউন্ডেশনের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ট্রেজারারসহ অর্ধশতাধিক বিশেষ শিশু এবং অভিভাবক অংশ নেন।
অনুষ্ঠানে বিশেষ শিশুদের শুভ কামনা জানান ক্যারিয়ার ট্রেইনার এবং বিএল একাডেমি বাংলাদেশের সিইও প্রধান অতিথি ওমর ফারুক চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মুখ এবং দন্ত সার্জন ডা. মাহমুদ সৈকত।
আরও উপস্থিত ছিলেন আলোর পাখি ফাউন্ডেশনের চেয়ারম্যান ঝুমনা মল্লিক ঝুমি, ভাইস চেয়ারম্যান এবং প্রকল্প পরিচালক মাহবুব আলম, ট্রেজারার মো. ফরহাদ খান ।
প্রধান অতিথির বক্তব্যে ওমর ফারুক বলেন, একটি আলোর কনা পেলে যেমন লক্ষ প্রদীপ জ্বলে, তেমনি আলোর পাখি ফাউন্ডেশন বিশেষ বাচ্চাদের মাঝে আলো দেখিয়ে যাবে।