বিশেষ প্রতিনিধি,
আড়াইহাজার উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহর রাত ১২ টা ১মিনিটে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। আড়াইহাজার উপজেলায় কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি পুস্পস্থবক অর্পন করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পৌরসভাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
এসময় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, মেয়র সুন্দর আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, এসিল্যান্ড উজ্জল হোসেন, ওসি নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী নাশিরউদ্দিন, পিআইও আবু ছাঈদ মল্লিক, পল্লী বিদ্যুতের ডিজিএম সৈয়দা ফারজানা ইয়াসমিন, শাহাদৎ হোসেনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন।
পরে রোববার সকালে উপজেলা প্রশাসন স্বাস্থ্য বিধি মেনে প্রভাত ফেরী বের করে। এতে বিভাগীয় কর্মকর্তা ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। ওই দিন বিকেলে এ উপলক্ষ্যে খানপাড়া ঝংকার যুব সংঘের উদ্যোগে প্রীতি ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। মাহবুব খান হিমেলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মিথিলা গ্রুপের চেয়ারম্যান আলহাজ আজাহার খান