শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
Home » Slider »

নারায়ণগঞ্জে ১১ দিনে টিকা নিলেন ২২৫২৪ জন

বুধবার, ১৭ ফেব্রুয়ারি ২০২১ | ২:১৭ অপরাহ্ণ

নারায়ণগঞ্জে ১১ দিনে টিকা নিলেন ২২৫২৪ জন

ডেস্ক রিপোর্ট,

নারায়ণগঞ্জে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ কার্যক্রমের ১১ দিনে জেলায় ২২ হাজার ৫২৪ জন টিকা গ্রহণ করেছেন। এরমধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় ৭ হাজার ৮৯ জন, সদরে ৬ হাজার ২২ জন, বন্দরে ১ হাজার ৬৭৫ জন, সোনারগাঁয়ে ২ হাজার ৮২৩ জন, রূপগঞ্জে ২ হাজার ৫৪৭ জন ও আড়াইহাজারে ২ হাজার ৩৬৮ জন।

এদিকে বুধবার (১৭ ফেব্রুয়া) ৪ হাজার ৬৪৯ জন টিকা গ্রহণ করেছেন। যারমধ্যে পুরুষ ৩ হাজার ১৬২ জন ও নারী ১ হাজার ৪৮৭ জন। এরমধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় ১ হাজার ২৪২ জন (পুরুষ ৪৭১ ও নারী ৪২৫), সদরে ১ হাজার ৩৬০জন (পুরুষ ৯২৮ ও নারী ৪৩২), বন্দরে ৩৪০ জন (পুরুষ ২২৬ ও নারী ১১৪, সোনারগাঁয়ে ৭১৫ জন (পুরুষ ৪৯৪ ও নারী ২২১), রূপগঞ্জে ৪৬৭ জন (পুরুষ ৩৩৭ ও নারী ১৩০) ও আড়াইহাজারে ৫২৫ জন (পুরুষ ৩৬০ ও নারী ১৬৫) টিকা গ্রহণ করেছেন।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ৭ ফেব্রুয়ারি জেলা সিভিল সার্জন ডা. ইমতিয়াজ আহমেদ টিকা গ্রহণ করার মাধ্যমে নারায়ণগঞ্জে কোভিড-১৯ এর ভ্যাকসিন গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল ও নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে টিকা দেয়া হচ্ছে। এরআগে প্রত্যেকে টিকা গ্রহণের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন।

উল্লেখ্য নারায়ণগঞ্জে ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ৩০ মার্চ প্রথম নারায়ণগঞ্জের বন্দরের রসুলবাগে করোনার উপসর্গ নিয়ে পুতুল নামে এক নারী মারা যায়। ৭ এপ্রিল নারায়ণগঞ্জকে করোনার হটস্পট ঘোষণা করা হয়। এরপর ৮ এপ্রিল সকাল থেকে পুরো নারায়ণগঞ্জ জেলাকে লকডাউন করেন আইএসপিআর। পরে নারায়ণগঞ্জের কপাল থেকে হটস্পটের তকমা তুলে নেয়া হয়েছে




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন