
সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি,
নওগাঁর সাপাহারে বিশ্ব ভালোবাসা দিবস ও বসন্ত বরণ উপলক্ষে তরুণ যুবকদের উদ্যোগে এক ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার সন্ধ্যায় উপজেলা সদরের জিরো পয়েন্ট নিউ মার্কেটের পার্শ্বে এলকার ভালোবাসার বড় ভাই, ছোট ভাই এবং বন্ধুদের প্রিয় মূখগুলো এক সাথে করতে জামান শাহ্ চৌধুরীর আহ্বানে বিভিন্ন এলাকার তরুণ যুবক বন্ধুরা মিলে বন্ধু মিলন সভা ও প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করে। এতে করে কর্মব্যস্ত জীবনে স্থানীয়দের মাঝে বন্ধুত্বের বন্ধন যেমন সুদৃঢ় হবে অপরদিকে বাংলা ও বাঙালির সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চার বিকাশ ঘটবে বলে জানান আয়োজকরা।
এসময় বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র, চাকরিজীবী, ব্যাবসায়ী, সাংবাদিক, বিভিন্ন শ্রেণীপেশার তরুণ যুবক সহ অন্তত তিন শতাধিক ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।