নিজস্ব প্রতিবেদক,
জাতীয় সাংবাদিক সংস্থা’র স্টিয়ারিং কমিটির শেষ সভা শনিবার বিকাল ৩ টায় রাজধানীর ঢাকায় JSS মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত হয়।
জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট প্রবীণ সাংবাদিক মুহম্মদ আলতাফ হোসেন স্যারের সভাপতিত্বে সভায় অংশ নেন স্টিয়ারিং কমিটির সদস্য সচিব আবুল বাসার মজুমদার,স্টিয়ারিং কমিটির অন্যতম সদস্য তথা সংস্থা’র ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি মোঃ আলমগীর গণি, স্টিয়ারিং কমিটির সদস্য মোঃ শাহজাহান মোল্লা,মোঃ কামরুল ইসলাম,সাব্বির আহমেদ সেন্টু ,মোঃ আব্দুল মজিদ বক্তব্য দেন।
স্টিয়ারিং কমিটির শেষ সভায় সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন সদস্যদের সাংগঠনিক কার্যক্রমের সফলতায় ধন্যবাদ জানান। এছাড়াও তিনি ২০২১ সালকে সাংগঠনিক বছর ঘোষণা করে বলেন, আগামি এক বছরের মধ্যে দেশের সকল জেলা উপজেলায় কমিটি গঠন চূড়ান্ত করে সংগঠনকে আরও মজবুত করার প্রত্যয় ব্যক্ত করেন ।