শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home » Slider »

বন্দর থানা ছাত্রলীগের উদ্যোগে ঘুড়ি উৎসব পালিত হয়েছে

রবিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২১ | ৭:১৮ অপরাহ্ণ

বন্দর থানা ছাত্রলীগের উদ্যোগে ঘুড়ি উৎসব পালিত হয়েছে

বন্দর প্রতিনিধি,

বন্দর থানা ছাত্রলীগের উদ্যোগে ঘুড়ি উৎসব পালিত হয়েছে। রবিবার ১৪ ফেব্রুয়ারী বিকেলে সাবদী পার্ক সংলগ্ন এলাকায় এ ঘুড়ি উৎসব আয়োজন করা হয়।

ঘুড়ি উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজিমউদ্দিন প্রধান।

এসময় প্রধান অতিথির বক্তব্যে কাজিমউদ্দিন প্রধান বলেন, ঘুড়ি বাঙালীর এক ঐতিহ্য। যুগ যুগ ধরে বাংলার মানুষের হৃদয়ে আনন্দ-বিনোদনের অনন্য মাধ্যম এই ঘুড়ি। এই পহেলা ফাল্গুনে ঘুড়ি উৎসবের চেয়ে ভালো আর কি হতে পারে। আমি চাই ছাত্ররা যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী তারা সবসময়ই এ ধরনের আয়োজন করবে। বাংলার ঐতিহ্যকে নতুনদের মাঝে ছড়িয়ে দিবে।

ঘুড়ি উৎসব অনুষ্ঠানে বন্দর থানা যুবলীগ নেতা আকিব হাসান রাজুর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদের পরিবর্তে তার পিতা সামছুউদ্দিন খান উদ্বোধন করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছালিমা হোসেন শান্তা, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একেএম ইব্রাহিম কাশেম, যুগ্ম সম্পাদক আক্তার হোসেন (বি এ), আদলীগ নেতা সোয়েব মোঃ লিটন, বন্দর আমিন আবাসিক এলাকার পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক লুৎফর রহমান, বন্দর থানা যুবলীগ নেতা মো. মাসুম আহমেদ, ডালিম হায়দার, বিশিষ্ট ব্যবসায়ী নাদিম, যুবলীগ নেতা শেখ মুমিন, আবুল হোসেন, আরিফুল ইসলাম হিরা, নুরবাগ যুব সংঘের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ রাজুসহ আরো অনেকেই। অনুষ্ঠান আয়োজক কমিটির মধ্যে উপস্থিত ছিলেন শেখ শাওন, ফয়সাল, তামিম, সিফাত, মাসুম, সোহান, অভি, নাহিদ, রবিন, মুরাদ, কবি শাওন, কাউসার প্রমুখ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন