বৃহস্পতিবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
Home » Slider »

সিদ্ধিরগঞ্জে লক্ষাধিক টাকার জাল নোটসহ প্রতারক গ্রেফতার

শনিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২১ | ৬:৫৭ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জে লক্ষাধিক টাকার জাল নোটসহ প্রতারক গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে প্রতিনিধি,

সিদ্ধিরগঞ্জ থেকে লক্ষাধিক জাল টাকার নোটসহ সোহেল হোসেন ওরফে রুবেল (৩২) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব-১১’র সদস্যরা। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাত মহানগরের ৮নং ওয়ার্ডের গোদনাইল ২নং ঢাকেশ্বরী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সোহেল হোসেন ওরফে রুবেল ভোলা দৌলতখাঁন থানার চরপাতা এলাকার বেলায়েত হোসেনের ছেলে।

শনিবার (১৩ ফেব্রুয়ারী) দুপুরে র‌্যাব-১১’র সদর দপ্তর থেকে সিপিএসসি’র কোম্পানী কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জসিম উদ্দীন চৌধুরী জানান, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ৮টায় সিদ্ধিরগঞ্জের গোদনাইল ২নং ঢাকেশ্বরী এলাকায় অভিযান চালিয়ে ১লাখ দুই হাজার টাকার জাল নোটসহ সোহেল হোসেন ওরফে রুবেলকে গ্রেফতার করা হয়েছে। সে ওই জাল টাকা বিতরণকালে তাকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সোহেল হোসেন ওরফে রুবেল দীর্ঘদিন যাবৎ জাল টাকা সংগ্রহ করে জনসাধারণের সাথে প্রতারণা করে আসছে। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন