রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
আজ রবিবার | ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home » Slider »

লবণভর্তি কাভার্ডভ্যান থেকে ১৯ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার

শুক্রবার, ১২ ফেব্রুয়ারি ২০২১ | ৭:০৬ অপরাহ্ণ

লবণভর্তি কাভার্ডভ্যান থেকে ১৯ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার

সোনারগাঁ প্রতিনিধি,

সোনারগাঁয়ে লবণভর্তি কাভার্ডভ্যান তল্লাশী করে ১৯,১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১’র সদস্যরা।
শুক্রবার (১২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁয়ের আষাঢ়িয়ারচর এলাকায় বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। এসময় ইয়াবা পাচার কাজে ব্যবহৃত লবণ বোঝাই একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- নারায়ণগঞ্জ সদর থানার পাইকপাড়া এলাকার মো: আবতাবের ছেলে মো: সুমন (২৬) এবং একই থানার মুসলিমনগর তামাক পট্টি এলাকার মৃত আলী আকবরের ছেলে মো: সেলিম (৫০)।
সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে অবস্থিত র‌্যাব-১১’র সদর দপ্তর থেকে সিপিএসসি’র কোম্পানী কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, পিপিএম শুক্রবার বিকালে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা কাভার্ডভ্যানের চালক ও সহকারী সেজে কাভার্ডভ্যানযোগে পণ্য পরিবহণের আড়ালে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পাচারের কাজ করতো। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারী) সন্ধ্যায় তারা পরষ্পর যোগসাজশে লবণ বোঝাই কাভার্ডভ্যানযোগে ১৯,১৫০ পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে কক্সবাজার হতে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।
গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি’র একটি আভিযানিক দল সোনারগায়েরঁ আষাঢ়িয়ারচর এলাকায় বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী পাকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে আজ সকাল সাড়ে ১০ টায় উক্ত মাদক পাচারকারীদের আটক করতে সক্ষম হয়। নিবিড় জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, কাভার্ডভ্যানের ভিতরে বিশেষ কৌশলে গাড়ির বডির টিন কেটে পাচারকৃত ইয়াবাগুলো লুকানো রয়েছে। পরে তাদের দেখানো মতে লবণ সরিয়ে মেশিনের মাধ্যমে বডির টিন কেটে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও র‌্যাব নিশ্চিত করেছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন