ফতুল্লা প্রতিনিধি,
স্ত্রীর দায়ের করা যৌতুক ও নারী নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী স্বামী ও শ্বাশুড়িকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারী) সন্ধ্যায় ফতুল্লা থানার ভুইঘর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা থানার ভুইঘর পশ্চিম পাড়ার মোসলেহ উদ্দিনের পুত্র আরিফুর রহমান নাহিদ (৩৬) ও তার মা মোসাম্মৎ নুরুন্নাহার পান্না (৫৫)।
ফতুল্লা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় ফতুল্লা থানা পুলিশ ভুইঘর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে যৌতুক ও নারী নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আরিফুর রহমান নাহিদ ও তার মা মোসাম্মৎ নুরুন্নাহার পান্নাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদেরকে আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।