নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু কোভিড-১৯ টিকা গ্রহণ করেছেন। বৃহস্পতিবার বিকেলে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি এ টিকা নেন। এর আগে তিনি টিকা নিবন্ধন সম্পন্ন করেন। নিবন্ধন করার পর নির্ধারিত বুথে গিয়ে টিকা নেন সাংসদ। পরে পর্যবেক্ষণের জন্য নির্ধারিত জায়গায় বিশ্রাম নেন। গণমাধ্যম কর্মীদের মাধ্যমে গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে জনগণকে টিকা গ্রহণের আহ্বান জানান।
আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ নজরুল ইসলাম বাবু এমপি বলেন, এই টিকার অপেক্ষায় ছিলাম। টিকা দিতে পেরে স্বস্তিবোধ করছি। এই টিকা না দিলে নিজেরই ক্ষতি।
এসময় সবাইকে টিকার জন্য নিবন্ধন করার আহ্বান জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ নজরুল ইসলাম বাবু এমপি বলেন, স্বল্পোন্নত দেশের মধ্যে বাংলাদেশে আগে টিকা দেওয়া হয়েছে। এটা বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশাল কৃতিত্ব।