ফতুল্লা প্রতিনিধি,
ফতুল্লায় চকলেট কিনে দেবার প্রলোভন দেখিয়ে খোলা মাঠে নিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে আব্দুল মান্নান (৬৫) নামক এক লম্পট বৃদ্ধের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় ফতুল্লার মাসদাইর পতেঙ্গা মাঠ এলাকায় এ ঘটনাটি ঘটে। ঘটনাটি দেখতে পেয়ে মাঠের আশপাশের বিভিন্ন বাসার লোকজনসহ স্থানীয় পথচারীরা ছুটে এসে লম্পট মান্নানকে আটক করে গনপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করে।
অভিযুক্ত আব্দুল মান্নান মাসদাইর বেকারীর মোড়ের সালাউদ্দীনের বাড়ীর ভাড়াটিয়া ও ঠাকুরগাও জেলার পীরগঞ্জ থানার মৃতমাটি গ্রামের মৃত কাশেম আলীর ছেলে।
ধর্ষিতা কিশোরীর মা জানায়, সে বিভিন্ন বাসায় ঝিয়ের কাজ করে। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে বাসার গলিতে খেলতে থাকার সময় ধর্ষক আব্দুল মান্নান তার মেয়েকে দশ টাকা দিয়ে চকলেট কিনে দেবার লোভ দেখিয়ে পতেঙ্গার মাঠ বলে পরিচিত পার্শ্ববর্তী খোলা মাঠে নিয়ে গিয়ে ধর্ষন করে।
এ বিষয়ে ফতুল্লা থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, ধর্ষিতা শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং ধর্ষণের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।