সোমবার, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
আজ সোমবার | ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home » Slider »

জরুরী সেবা প্রদানের জন্য এম্বুলেন্স সেবার উদ্বোধন করলেন মন্ত্রী গাজী

শুক্রবার, ১২ ফেব্রুয়ারি ২০২১ | ৯:১৫ পূর্বাহ্ণ

জরুরী সেবা প্রদানের জন্য এম্বুলেন্স সেবার উদ্বোধন করলেন মন্ত্রী গাজী

নিজস্ব প্রতিবেদক,

রূপগঞ্জে আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রজেক্ট ২য় পর্যায়ের জরুরী সেবা প্রদানের জন্য এম্বুলেন্স সেবার শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারী) দুপুরে রূপগঞ্জ উপজেলার খাদুন এলাকায় তারাবো পৌরসভা কার্যালয়ে এ এম্বুলেন্স সেবার শুভ উদ্বোধন করেন, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। বাংলাদেশ এডিবল অয়েল কোম্পানি তারাবো পৌরসভাকে এ এম্বুলেন্স উপহার হিসেবে প্রদান করে। তারাবো পৌরবাসীর স্বাস্থ্য সেবার সুবিধার জন্য এ এম্বুলেন্স সেবা বাস্তবায়ন করেন, তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেন, ‘সমাজের বৃত্তবানদের উচিত অসহায়-হতদরিদ্র মানুষের কল্যানে কাজ করা। দুঃস্থ, অসহায়, গরীব, হতদরিদ্রদের পাশে থাকা। সমাজের বৃত্তবানরা দুঃস্থ, অসহায়, গরীব, হতদরিদ্রদের এগিয়ে নিতে কাজ করলে বাংলাদেশ এগিয়ে যাবে। এতেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী বলেন, মানুষের সেবা করা মহৎ কাজ। এ এম্বুলেন্স সেবাও একটা মহৎ কাজ। বাংলাদেশ এডিবল অয়েল কোম্পানি তারাবো পৌরসভাকে এ এম্বুলেন্স উপহার হিসেবে প্রদান করে মহৎ কাজ করেছে।

এটি তারাবো পৌরবাসীর উপকার হবে। উপকার সর্বসাধারণ উপভোগ করতে পারবে। এজন্য বাংলাদেশ এডিবল অয়েল কোম্পানির সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এ সময় তিনি, তারাবো পৌরসভাকে এগিয়ে নিতে সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন।

বাংলাদেশ এডিবল অয়েল কোম্পানির মহাব্যবস্থাপক ইনাম আহমেদ বলেন, ‘বাংলাদেশ এডিবল অয়েল কোম্পানি সব মানুষের সেবার জন্য কাজ করে। সমাজের অসহায়-হতদরিদ্র মানুষের কল্যানে কাজ করে থাকে। তারাবো পৌরবাসীর স্বার্থে সব সময় বাংলাদেশ এডিবল অয়েল কোম্পানি তারাবো পৌরসভার পাশে থাকবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তারাবো পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, তারাবো পৌসভার নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার, তারাবো পৌসভার সচিব তাজুল ইসলাম, তারাবো পৌসভার কাউন্সিলর রফিকুল ইসলাম মনির, জসীম উদ্দিন ভুঁইয়া, রাসেল সিকদার, আক্তার হোসেন মোল্লা, আলহাজ্ব মো: হামিদুল্লাহ, মাহবুবুর রহমান জাকারিয়া, মুহাম্মদ আনোয়ার হোসেন, লায়ন বি, এম আতিকুর রহমান, লায়লা পারভীন, মোছাম্মৎ মাহফুজা বেগম, জোসনা আক্তারসহ অনেকে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন