সৌদি আরবের মদিনায় একটি সোফা কারখানায় আগুন লেগে ৯ জন বাংলাদেশী প্রবাসী কর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) গভীর রাতে আগুনের সূত্রপাত হয়। দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।
মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জানা যায়, মদিনার রোহিঙ্গা অধ্যুষিত এলাকা বার্মা কলোনির একটি সোফা কারখানাতে এই আগুনের ঘটনা ঘটে। কারখানার মালিকও একজন বার্মিজ নাগরিক । ঘটনার সময় সোফা কারখানার এই ৯ জন কর্মীর সকলেই কারখানার ভেতরে ঘুমন্ত অবস্থায় ছিলেন। আগুন লাগার এক পর্যায়ে তারা জেগে উঠেন। ততক্ষণে আগুন ভয়াবহ রূপে ছড়িয়ে পড়ে। কারখানা থেকে বের হবার পথও আগুনের কবলে বন্ধ হয়ে যায। ৯ জন মানুষ ভেতরেই প্রাণ হারান।
নিহত বাংলাদেশী প্রবাসীদের সকলেই চট্টগ্রামের বাসিন্দা। কক্সবাজার নিবাসী ২ জন, মহেশখালী নিবাসী ৩ জন, রামুর ১ জন, এবং টেকনাফের ৩ জন ছিলেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
দুর্ঘটনাকবলিত কারখানাটির নাম, এবং এই দুর্ঘটনায় নিহত হওয়া বাংলাদেশী প্রবাসীদের পূর্ণ নাম ও ঠিকানা জানামাত্রই এই সংবাদে সংযুক্ত করা হবে