আড়াইহাজারে মজিবুর রহমান (৪৭) নামের এক পাওয়ারলুম শ্রমিক খুন হয়েছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সাড়ে ১১টায় উপজেলার হাইজাদী ইউনিয়নের ইলুমদীকান্দা পাড়া থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের নুরুল হকের ছেলে।
আড়াইহাজার থানার উপপরিদর্শক (এস আই ) সজিব জানান, বুধবার সন্ধ্যা থেকে মজিবুর রহমানকে খুজেঁ পাওয়া যাচ্ছিল না। নিহতের স্বজনরা বিভিন্ন স্থানে খুজঁতে থাকে। এরই মধ্যে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাড়ির পাশে একটি পরিত্যাক্ত বাড়িতে তার লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সকাল সাড়ে ১১টায় লাশ উদ্ধার করে।
এস আই সজিব আরো জানান, নিহতের মাথাসহ বিভিন্ন স্থানে আঘাতের চিন্হ রয়েছে। পুলিশের ধারণা তাকে কেবা কারা তাকে শ্বাসরোধ করে হত্যা করে এখানে ফেলে রেখেছে।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, এই ঘটনায় মামলা দায়েরর প্রস্তুুতি চলছে।