শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
Home » Slider »

ভাসমান জনগোষ্ঠীর মাঝেও ভ্যাকসিন নিশ্চিত করলেন ইউএনও নাহিদা বারিক

বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি ২০২১ | ৬:০১ পূর্বাহ্ণ

ভাসমান জনগোষ্ঠীর মাঝেও ভ্যাকসিন নিশ্চিত করলেন ইউএনও নাহিদা বারিক

নারায়ণগঞ্জ সদর উপজেলায় ভাসমান
জনগোষ্ঠীর মাঝেও করোনার ভ্যাকসিন নিশ্চিত করলেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা বারিক।

তিনি জানান, নারায়ণগঞ্জ সদর উপজেলায় জনসংখ্যা প্রায় ১৪ লাখ হলেও বাস্তবে আরও বেশি লোক এখানে বসবাস করে। যাদের মধ্যে ভাসমান জনগোষ্ঠী প্রচুর সংখ্যক। উপজেলা প্রশাসন এই অধিক সংখ্যক জনগোষ্ঠীকে কাঙ্খিত সেবা প্রদান করতে বদ্ধপরিকর রয়েছে।

তিনি আরও জানান, ১০ ফেব্রুয়ারি বুধবার নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে কল্যানী আদর্শ গ্রাম বস্তিতে উপস্থিত ৪০ বা তদূর্ধ্ব বয়সী ভাসমান জনগোষ্ঠীর ‘সুরক্ষা’ ওয়েবসাইটে কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধন কার্যক্রম পরিচালিত হয়েছে।

নিবন্ধন শেষে প্রত্যেককে টিকা কার্ডের একটি প্রিন্টেড কপি প্রদান করা হয়, যাতে তারা টিকাকেন্দ্রে এই টিকা কার্ডের কপি দেখিয়ে ভ্যাকসিন গ্রহণ করতে পারেন। কোভিড-১৯ এর ভ্যাকসিন এর নিবন্ধন শেষে টিকা কার্ড পেয়ে বস্তির জনসাধারণ মহান আল্লাহর কাছে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেন এবং সরকারের বিনামূল্যে এই টিকা প্রদানের উদ্যোগকে সাধুবাদ জানান।

এছাড়া উপজেলা প্রশাসনিক ভবনের ‘হেল্প ডেস্ক’ থেকেও ৪০ বা তদূর্ধ্ব বয়সী ভাসমান জনগোষ্ঠীদের এই নিবন্ধন কার্যক্রমটি পরিচালিত হচ্ছে। এর পাশাপাশি প্রতিটি ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকেও এই নিবন্ধন কার্যক্রমে সহায়তা করা হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিক সকলের উদ্দেশ্যে বলেন, আসুন আমরা সকলে কোভিড-১৯ এর ভ্যাকসিনের নিবন্ধন করি, ভ্যাকসিন গ্রহণ করি এবং নিরাপদ থাকি। সেবা করার সুযোগ দেয়ার জন্য উপজেলা প্রশাসন আপনাদের কাছে কৃতজ্ঞ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন