শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শনিবার | ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home » Slider »

করোনা পৌঁছায়নি মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে

বুধবার, ১০ ফেব্রুয়ারি ২০২১ | ৮:১১ পূর্বাহ্ণ

করোনা পৌঁছায়নি মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে

চলমান মহামারি করোনাভাইরাসে কাবু হয়ে গেছে পুরো বিশ্ব। কিন্তু এই মহামারি স্পর্শ করতে পারেনি মুসলমানদের দুই পবিত্র স্থান মক্কা ও মদিনাকে। এমন মন্তব্য করেছেন সৌদি আরবের মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদবিষয়ক জেনারেল প্রেসিডেন্সির সভাপতি শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস।

‘করোনার মহামারি চলাকালীন ওমরাহ পালনকারী ও দর্শনার্থীদের সেবা প্রদানের ক্ষেত্রে সৌদি আরবের প্রচেষ্টা’ শীর্ষক একটি সিম্পোজিয়ামে অংশ নিয়ে তিনি এ কথা বলেছেন।

সিম্পোজিয়ামে তিনি বলেন, করোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ে সৌদি আরবের গৃহীত কার্যকর পদক্ষেপগুলো প্রমাণ করেছে এই জাতি সংকট ও দুর্যোগ মোকাবিলায় সবার কাছে অনুকরণীয়। এটি সম্পূর্ণ সক্ষমতা, দক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে মোকাবিলা করতে সক্ষম হয়েছে।

সিম্পোজিয়ামে আরও উপস্থিত ছিলেন মদিনা ও আসিরের গভর্নর, রয়েল কোর্টের উপদেষ্টা, মসজিদ আল হারামের গ্র্যান্ড মুফতি শায়খ খালিব ইবনে হুমাইদ, স্বাস্থ্য, হজ, ওমরাহ মন্ত্রীরা ও সুরক্ষা কর্তৃপক্ষের কর্মকর্তারা।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন