শুক্রবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
Home » Slider »

ডিসি’সহ দ্বিতীয় দিনে করোনার টিকা নিলেন ৩০৩ জন

মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারি ২০২১ | ৫:৫৬ অপরাহ্ণ

ডিসি’সহ দ্বিতীয় দিনে করোনার টিকা নিলেন ৩০৩ জন

নারায়ণগঞ্জে টিকাদান কর্মসূচির দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট (ডিসি) মোস্তাইন বিল্লাহ সহ টিকা (ভ্যাকসিন) গ্রহন করেছেন মোট ৩০৩ জন। নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালে (খানপুর) তিনি এ টিকা গ্রহন করেন তিনি।

সোমবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত নারায়ণগঞ্জের ৬ টি কেন্দ্র এ টিকা (ভ্যাকসিন) দেয়া হয়। জেলায় দ্বিতীয়দিনে টিকা দেয়ার জন্য ৪৮৩ জনকে খুদে বার্তার মাধ্যমে (এসএমএস) টিকা গ্রহন করার জন্য বলা হয়েছিলো। আজকে টিকা গ্রহন করা ৩০৩ জনের মধ্যে পুরুষের সংখা ২২৭জন, এবং মহিলা ছিলো ৭৬ জন।

টিকা গ্রহন শেষে ডিসি নারায়ণগঞ্জ বাসীর প্রতি টিকা গ্রহনের আহ্বান জানিয়ে বলেন, আমি করোনা থেকে সুস্থ থাকতে করোনার টিকা গ্রহন করলাম। এটি সম্পুর্ন নিরাপদ, আমাদের সকল ডাক্তার এ টিকা গ্রহন করেছে আমিও গ্রহন করেছি। আমি আশা করছি নারায়ণগঞ্জ বাসী করোনার টিকা গ্রহন করবেন। আমি আশা করি এই ভ্যাকসিনেশনের মাধ্যমে আমাদের এই পেন্ডামিক অনেকটাই নিবারন করতে পারবো।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাশারসহ আরো অনেকেই।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন