ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ, সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তা, কমিউনিটি পুলিশ এর উদ্যোগে অদ্য ০৪-০২-২০২১ বেলা ৫ টা থেকে শুরু করে ৫.৩০ মিনিটের মধ্যে ফুটওভার ব্রিজ টি সম্পূর্ণ হকারমুক্ত করেন কমিউনিটি পুলিশ আক্তার হোসেন।
এতে পথচারী লোকজনের বক্তব্য শোনা যায়, তারা অত্যন্ত সাধুবাদ জানান এই অভিযানের। তারা বলেন, এই ফুট ওভার ব্রিজটিতে হকারদের কারণে চলাচলে ব্যাঘাত ঘটায় এবং সর্বদা জ্যাম জট লেগে থাকে ।
এর কারণে ছিনতাই, চুরি ও অন্যান্য সমস্যায় ভুগতে হয় পথচারীদের। অনেক সময় শোনা যায় জ্যাম জট এর ফলে নারীদের সাথে অসভ্য আচরণ ও যৌন হয়রানী করা হয়। ছিনিয়ে নেয়া হয় গলার স্বর্ণা অলংকার।
এ ফুট ওভারব্রিজটি হকারদের কারণে অফিস টাইমে দীর্ঘ যানজট লেগে থাকে। এতে অফিস গামীদের নিদৃষ্ট সময়ে পৌঁছাতে বীলম্ভ হয়।
পথচারী এ উদ্যোগকে সাধুবাদ জানান হাজইওয় কমিউনিটি পুলিশ কে । এরকম সমাজ সেবা কাজ সবসময় আশা করেন।