২০২০ সালে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে মৃত্যুবরণ করেছেন, ১ হাজার ৮৪৫ জন বাংলাদেশি। এর মধ্যে দেশে এসেছে ২৮১ জনের মৃতদেহ।
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার শ্রম কাউন্সিলর মো: আমিনুল ইসলাম সাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানা যায়, মৃত্যুবরণকারী বাংলাদেশিদের মধ্যে, মৃতদের পরিবারের সম্মতিতে ১ হাজার ৫৬৪ জনকে, সৌদি আরবে দাফন করা হয়েছে।
বাকি ২৮১ জনের মরদেহ স্ব স্ব নিয়োগকর্তার অর্থায়নে, দেশে প্রেরণ করা হয়েছে। ফলে বাংলাদেশ সরকারের ৫ কোটি ৬০ লক্ষ টাকা সাশ্রয় হয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।