শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শনিবার | ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home » Slider »

না.গঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

সোমবার, ০৮ ফেব্রুয়ারি ২০২১ | ৪:২৩ অপরাহ্ণ

না.গঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। অদ্য ০৮ ফেব্রুয়ারি, ২০২১ তারিখ সকাল ১০.০০ ঘটিকায় উক্ত সভায় পুলিশ সুপার জনাব মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম (বার) মহোদয় সভাপতিত্ব করেন। পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে এ সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ সকল পদবীর পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। না.গঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত সভায় জেলা পুলিশের কল্যাণে বিভিন্ন আলোচনা হয়। অত্র জেলার কনস্টেবল শ্রী দয়াল চন্দ্র রায়ে এর কন্যা নিহারিকা রায় রিতু এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়ায় তাঁকে আর্থিক অনুদানসহ ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।অনুষ্ঠানে জেলার সকল থানা, তদন্ত কেন্দ্র, ফাঁড়ি ও পুলিশ ইউনিটে জরুরী চিকিৎসা ও পরীক্ষার জন্য পুলিশ সুপার মহোদয়ের উদ্যোগে বিভিন্ন মেডিকেল ইকুইপমেন্ট প্রদান করা হয়। ইকুইপমেন্টের মধ্যে স্ফেগমোমেনো মিটার (রক্তচাপ পরীক্ষার যন্ত্র), স্টেথোস্কোপ (হার্টবিট ও পালস মাপার যন্ত্র), গ্লুকোমিটার (ব্লাড সুগার/ডায়াবেটিস মাপার যন্ত্র), নেবুলাইজার মেশিন, থার্মোমিটার ও ফাস্ট এইড বক্স সরবরাহ করা হয়। এছাড়াও অবসরজনিত কারণে চারজন পুলিশ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধণা প্রদান করা হয়। তাঁদেরকে ফুলেল শুভচ্ছাসহ ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদানের পাশাপাশি সুসজ্জিত গাড়িতে করে তাঁদের বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করা হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন