শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home » Slider »

নারায়ণগঞ্জে প্রথম টিকা নিলেন সিভিল সার্জন ইমতিয়াজ

রবিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২১ | ৬:৪২ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জে প্রথম টিকা নিলেন সিভিল সার্জন ইমতিয়াজ

সারা দেশের মত নারায়ণগঞ্জ জেলায় দুটি সরকারী হাসপাতাল সহ চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভ্যাকসিন টিকা প্রদান শুরু হয়েছে।

আজ রোববার সকাল দশটায়৷ শহরে নারায়ণগঞ্জ জেনারেল ( ভিক্টোরিয়া) হাসপাতালে জেলা সিভিল সার্জন ইমতিয়াজ আহমেদ প্রথম করোনা ভ্যাকসিন টিকা গ্রহন করে এ কার্যক্রম শুরু করে

এর পর থেকেই জেলার ৬টি কেন্দ্রে ২৪টি বুথে টিকাদন কার্যক্রম শুরু হয়। করোনা ভ্যাকসিন টিকা প্রদান কার্যক্রম উদ্বোধনের সময় উপস্থিথ ছিলেন, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ইমতিয়াজ আহমেদ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী আবুল আমিন, নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপালের আবাসিক মেডিকেল অফিসার আসাদুজ্জামানসহ অনান্য কর্মকর্তাসহ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

জেলা সিভিল সার্জন ইমতিয়াজ আহমেদ জানিয়েছেন, আজ জেলায় দুটি সরকারি হাসপাতাল সহ চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬০০জনজে করোনা ভ্যাকসিন প্রদানের প্রস্তুতি গ্রহন করেছেন।

এ পর্যন্ত জেলায় পনেরশ ষাট (১৫৬০) জন অনলাইনের মাধ্যমে করোনা ভ্যাকসিন গ্রহনের জনয় নিবন্ধন করেছেন।

অন্যান্য জেলার তুলনায় নারায়ণগঞ্জে নিবন্ধনের সংখ্যা তুলনামূলক কম। তিনি সবাইকে নিবন্ধন করার আহবান জানিয়ে নির্ভয়ে করোনা টিকা গ্রহনের অনুরোধ জানিয়েছেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন