শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
Home » Slider »

না.গঞ্জে র‌্যাবের অভিযানে দু’টি অনুমোদবিহীন কোম্পানির মালিককে কারাদন্ডসহ অর্থদন্ড

বৃহস্পতিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২১ | ৫:২৪ পূর্বাহ্ণ

না.গঞ্জে র‌্যাবের অভিযানে দু’টি  অনুমোদবিহীন কোম্পানির মালিককে কারাদন্ডসহ অর্থদন্ড

নারায়ণগঞ্জের ফতুল্লায় দু’টি অনুমোদবিহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে আচার তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র‍্যাব-১১।
এসময় কারখানা হতে জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়।

এছাড়াও সিয়াম ফুড প্রডাক্টস এর মালিক শাহজাহানকে তিন মাসের জেলসহ ১লক্ষ টাকা অর্থদন্ড জরিমানা এবং ঢাকা ফুড এর মালিক মনির মিয়াকে দুই মাসের জেলসহ ও ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

বুধবার(৩ ফেব্রুয়ারী) সকাল ১১ টা থেকে দুপুর ৩টা পর্যন্ত কুতুবপুর ইউনিয়নের রসুলপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করেন এক্সিকিটিভ ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মারুফ।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি ।

জানা গেছে, সদর উপজেলার রসুলপুরে মোহাম্মদ আলীর নেতৃত্বে একটি অসাধু চক্র অনুমোদনহীন একাধিক কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে আচার তৈরীসহ ব্যবসা চালিয়ে আসছিল। আর এসকল কারখানায় উৎপাদনকৃত অস্বাস্থ্যকর আচার দেশের বিভিন্ন এলাকায় বিপনন চালিয়ে শিশুদের স্বাস্থ্যের ব্যাপক ক্ষতি করে।

এ ধরনের সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি দল অভিযান পরিচালনা করে সিয়াম ফুড প্রডাক্টস ও ঢাকা ফুড নামের দুটি কারখানাকে অস্বাস্থ্যকর পরিবেশে আচার তৈরি, ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার, বাঁশি পঁচা উপাদানসমূহ দিয়ে আচার উৎপাদন ও অনুমোদনহীন ভাবে বিএসটিআই এর নকল লেভেল ব্যবহারের অপরাধে সিয়াম ফুড প্রডাক্টস এর মালিক শাহজাহানকে তিন মাসের জেলসহ ১লক্ষ টাকা জরিমানা ও ঢাকা ফুড এর মালিক মনির মিয়াকে দুই মাসের জেলসহ ও ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন