সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজ সোমবার | ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home » Slider »

হাইওয়ে মহাসড়কে নানা অনিয়ম প্রশাসন নীরব কেন?

বৃহস্পতিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২১ | ৫:১০ পূর্বাহ্ণ

হাইওয়ে মহাসড়কে নানা অনিয়ম প্রশাসন নীরব কেন?

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ সোনারগাঁ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নানা অনিয়মের দৃশ্য দেখা গেলেও হাইওয়ে থানার সন্তোষ মুলক ব্যবস্থা নেই বললেই চলে।

হাইওয়ে মহাসড়কে সিএনজি, অটোরিকশা,ভ্যান,মোট কথা ইঞ্জিল চালিত মোটরযান মহাসড়কে পরিপূর্ণ ভাবে চলাচল নিষিদ্ধ।এই নিষেধাজ্ঞা অমান্য করে চলছে লাগামহীন। কখন উল্ট পথে বেপরোয়াভাবে ,কখন দূরপাল্লা পরিবহনের সাথে পাল্লা দিয়ে, কখন বাস স্ট্যান্ডে যাত্রী হয়রানি।এরপরে ও হাইওয়ে পুলিশ নিরব কেন?

পরিবহনে চলছে লাগামহীন চাঁদাবাজি, লুঠপাট। অসহায় পরিবহন মালিক ও মালিক সমিতির লোকজন, ফায়দা লুটে নিচ্ছে কিছু কুচক্রী মহল। এরপর ও প্রশাসন নিরব কেন?

ফিটনেসবিহীন, লাইসেন্স বিহীন, রেজিস্ট্রেশন বিহীন, ড্রাইভিং লাইসেন্স বিহীন, মেয়াদ উত্তীর্ণ , রং চাটা ইত্যাদি গাড়ি মহাসড়কে চলতে নেই কোন বাধা। লোকাল পরিবহন গুলো রোড পারমিট ছাড়া প্রশাসনকে হাত করে, স্থানীয় নেতাদের অপশক্তিতে, চলছে লাগামহীন। এর মধ্যে যে পরিবহনের রোড পারমিট আছে ২০টি , সে রোডে ব্যবহার করছে ৪০টি। কিছু পরিবহনের রোড অন্য কোনো রোডে অথচ ব্যবহার করছে এই রোডে। এ ভাবে নানা সমস্যায় জর্জরিত সোনারগাও মহাসড়কটি। চোখে পড়ছে প্রশাসনের।

এর পরে ও প্রশাসন নিরব কেন?
মহাসড়কের রাস্তার পাশে অবস্থিত ফুটপাতে চলে চাঁদাবাজি, লুটপাট দখলদারি। প্রশাসনের নজর থাকলেও স্থায়ী কোনো সমাধান হচ্ছে না কোনভাবেই। ফর্মালিটি রক্ষার স্বার্থে হঠাৎ করে প্রশাসনের হস্তক্ষেপ হলেও সমাধা হয় না দখলদারি চাঁদাবাজি লুটপাট। তবুও কেন প্রশাসন নিরব।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন